বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
ভিক্ষা প্রেম
ভিক্ষা প্রেম সামনে সাজানো চেনা পথ হাতছানি দেয় কানা গলি, হয়েছি ব্যর্থ মনোরথ তোমাকে এড়িয়েই চলি। এ গলিতে সারা দিন ই রাত এ গলিতে তোমাদের বাড়ি অকারণে ছুঁয়ে ছিলে হাত আমি আজ বিপন্ন ভিখারি। ভিক্ষা পাত্রে প্রেম দিয়েছিলে ছুঁড়ে অনেক যত্নে দুহাতে তুলে নিলেম তোমার অন্ধ-গলি থেকে কিছু দূরে তোমায় এড়িয়ে বাঁচাই তোমার প্রেম। |
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)