অজানা ওড়ো চিঠি ভাজ করা খামে
আসেনা আর কারো অচেনা বেনামে।
এখন মুহূর্ত গুলো দারুন সেয়ানা,
সময় গেছে যা চলে আর ফিরবেনা।
এখন মুহূর্ত গুলো দারুন সেয়ানা,
সময় গেছে যা চলে আর ফিরবেনা।
জানালায় ফেলে রাখা বিকেলের রোদ
ছাদ ঘরে চুপি সাড়ে অচেনা বিপদ,
ভুলে যাওয়া মুখ তবু লাগে চেনা চেনা
ভুলে যাওয়া মুখ তবু লাগে চেনা চেনা
সময় গেছে যা চলে আর ফিরবেনা।
ফিরবেনা ছেলেটার ভীতু ভালোবাসা
সারাদিন উদাসীন লুকোনো হতাশা,
সারাদিন উদাসীন লুকোনো হতাশা,
কালবৈশাখী মনে বৃষ্টির কণা
সময় গেছে যা চলে আর ফিরবেনা।
হৃদয়ের অলি-গলি কথার মিছিল
খুঁজে পাওয়া অনুভবে শব্দের মিল,
কথা আছে তবু তাকে বলাই হবে না
সময় গেছে যা চলে আর ফিরবেনা।