শুক্রবার, ১৯ মে, ২০১৭

অর্ধেকটা গল্প



অর্ধেকটা গল্প
যখন অমল ছোটো ছিল
মা শোনাত গল্প তাকে,
এখন সে সব গল্প সকল
দুই মলাটে বন্দি থাকে।

 ছোট বেলায় গল্পগুলো
হাঁটতে যেত সকাল সন্ধ্যে,
তারই সাথে বেড়ে উঠত
মায়ের আদর আর মাটির গন্ধে।

অমল এখন মস্ত বড়
মস্ত বাড়ি মস্ত গাড়ি,
গল্পগুলোর সাথেই শুধু
একেবারে ছাড়াছাড়ি।
বেশ কিছুটা দূরত্ব আজ
হয়ে গেছে মায়ের সাথে
নিয়ম করে অফিস ফিরে
হয়না কথা প্রতিরাতে।

 মায়ের হঠা ভীষণ অসুখ
জানিয়ে গেলেন ডাক্তারেরা,
আর কোন উপায় ই নেই
ভগবানের ভর্সা ছাড়া।

অমল জানে ভর্সা হচ্ছে
লাট বন্ধী গল্পগুলো,
আনতে হবে তাদের এবার
উড়িয়ে দিয়ে জমা ধুলো।

অমল আবার পৌছে যাচ্ছে
ছোটবেলার মায়ের কাছে,
হারিয়ে যাওয়া গল্পগুলো
এখন ও ঠিক তেমনি আছে।

বয়েস বাড়লে বয়েস কমে
মা হয়েছেন ছোট্ট মেয়ে,
সন্ধ্যে হলে আশায় আশায়
সিঁড়ির পথে থাকেন চেয়ে।

অমল এলে গল্প বলবে
অর্ধেক টা হয়নি শোনা,
আগের আধা শেষ হলে
নতুন গল্প আধখানা।

জিওন কাঠি গল্প গুল
একটি জীবন বাঁচিয়ে রাখে
অমল এখন প্রতিরাতেই
গল্প শোনায় নিজের মাকে।


লোভের মৃত্যু


অমৃতের পুত্র


স্বর্গ পাখীর গান

                                                                                                                 pix @ soulsafar

পৃথিবীর শেষ দিনে

                                                                                                                                                                                               pix @ google

নারীদিবস

                                                                                 pix @ google


আজ তোমাকে মাথার ওপর রাখি 
কাল তোকে ঠিক নামিয়ে দেব পায়,
একটি দিন ই তোর জন্যে রাখি 
বাকি বছর মরবি মিথ্যে দায়ে।

আজকে দিলাম গোছায় ভরা ফুল 
দেখো কেমন সাজানো শপিং মল,
তোমার জন্যে ছাড় দিয়েছি দর এ
তোমার জন্যে লুকানো ফাঁদের কল। 

তোমার জন্যে ঢালাও বিজ্ঞাপন 
স্তুতিতে ভরাই সোশ্যাল মিডিয়া যত, 
আজকে তোমাকে সাজতেই হবে রানী 
মুছে দেব আজ আমারই দেওয়া সে ক্ষত। 

কাল থেকে তুমি আবার কোনো ঘরে 
লাঞ্চিত হবে প্রিয় পুরুষের হাথে, 
ধর্ষিতা তুমি বেওয়ারিশ রাজপথে 
পণ্যের মতো বিকোবে মধ্য রাতে।

- কবিশুভ্র 

ভাবনা