বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

আমার শহর- Lyrics

আমার শহর বাঁচে হৃদয়ে আমার
যতবার দূরে যাই ফিরি ততবার
নলবন হাটু জলে
বইপাড়া কোলাহলে
দেওয়ালে দেওয়ালে সাঁটা
তোমার হৃদয়।

কল্লোলিনী তুমি তিলোত্তমা
সময় বদলে যাক তুমি যেয়ো না

কলকাতা  ভালো থেকো কলকাতা  
কলকাতা সুখে থেকো কলকাতা

ট্রামের তারে ঝোলা বর্ষার কাক
ময়দান মিছিলেতে  মানুষের ঝাঁক
চেনা পথ অলিগলি
আনমনে পথ চলি
হারানো গানের কলি
হৃদয়েতে থাক

কল্লোলিনী তুমি তিলোত্তমা
সময় বদলে যাক তুমি যেয়ো না

কলকাতা  ভালো থেকো কলকাতা  
কলকাতা সুখে থেকো কলকাতা 

সময় পেরিয়ে গেছে অনেক সময়
তবু তুমি একই আছো আজো মনে হয়
প্রগতির হাতছানি
আধুনিক হয়রানি
ছুঁতে পারেনি জানি
তোমার হৃদয়।

 কলকাতা  ভালো থেকো কলকাতা
কলকাতা সুখে থেকো কলকাতা