আমার শহর বাঁচে হৃদয়ে আমার
যতবার দূরে যাই ফিরি ততবার
নলবন হাটু জলে
বইপাড়া কোলাহলে
দেওয়ালে দেওয়ালে সাঁটা
তোমার হৃদয়।
যতবার দূরে যাই ফিরি ততবার
নলবন হাটু জলে
বইপাড়া কোলাহলে
দেওয়ালে দেওয়ালে সাঁটা
তোমার হৃদয়।
কল্লোলিনী তুমি তিলোত্তমা
সময় বদলে যাক তুমি যেয়ো না
ট্রামের তারে ঝোলা বর্ষার কাক
সময় পেরিয়ে গেছে অনেক সময়
কলকাতা ভালো থেকো কলকাতা
কলকাতা সুখে থেকো কলকাতাট্রামের তারে ঝোলা বর্ষার কাক
ময়দান মিছিলেতে মানুষের ঝাঁক
চেনা পথ অলিগলি
আনমনে পথ চলি
হারানো গানের কলি
হৃদয়েতে থাক
কল্লোলিনী তুমি তিলোত্তমা
সময় বদলে যাক তুমি যেয়ো না
কলকাতা ভালো থেকো কলকাতা
কলকাতা সুখে থেকো কলকাতা
কলকাতা ভালো থেকো কলকাতা
সময় পেরিয়ে গেছে অনেক সময়
তবু তুমি একই আছো আজো মনে হয়
প্রগতির হাতছানি
আধুনিক হয়রানি
ছুঁতে পারেনি জানি
তোমার হৃদয়।
কলকাতা ভালো থেকো কলকাতা
কলকাতা সুখে থেকো কলকাতা
কলকাতা ভালো থেকো কলকাতা
কলকাতা সুখে থেকো কলকাতা