সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

এক যে ছিল বিকেল

এক যে ছিল বিকেল
সোনালী বিকেল বেলা
হারিয়ে গেছে কোথায়
আমার ছোট্ট ছেলেবেলা।

ঘুড়ি ওড়ার বিকেল 
কানা মাছি খেলা  
হারিয়ে গেছে কোথায় 
সে যে ছোট্ট ছেলেবেলা। 

জানিনা জানিনা 
তুমি আসবে ফিরে কিনা?
 তোমার সাথে হবে দেখা 
একলা পথে একা একা 
হারিয়ে খুঁজি 
ফেলে আসা ছেলেবেলা।

মন খারাপের চিঠি ছিল
চোরা পকেটে
ভুলে যাওয়া ভালোবাসা
ছেঁড়া লকেট এ।

এক পা দু পা পথ পেরিয়ে
মিলতো ঠিকানা
আজকে এতো হেঁটে এসেও
সবে ই অজানা

দূরে চলে যায় যে সময়
আসে না ফিরে
বয়ে যাওয়া নদী ধারা
মেসে সাগরে।

হয়তো আজ ও কোথাও
তুমি খেলছো লুকোচুরি
আজ গোপনে
হারিয়ে খুঁজি
ছেলেবেলা।

এক যে ছিল বিকেল
সোনালী বিকেল বেলা
হারিয়ে গেছে কোথায়
আমার ছোট্ট ছেলেবেলা।