![]() |
pix @ google |
আজ তোমাকে মাথার ওপর রাখি
কাল তোকে ঠিক নামিয়ে দেব পায়,
একটি দিন ই তোর জন্যে রাখি
বাকি বছর মরবি মিথ্যে দায়ে।
আজকে দিলাম গোছায় ভরা ফুল
দেখো কেমন সাজানো শপিং মল,
তোমার জন্যে ছাড় দিয়েছি দর এ
তোমার জন্যে লুকানো ফাঁদের কল।
তোমার জন্যে ঢালাও বিজ্ঞাপন
স্তুতিতে ভরাই সোশ্যাল মিডিয়া যত,
আজকে তোমাকে সাজতেই হবে রানী
মুছে দেব আজ আমারই দেওয়া সে ক্ষত।
কাল থেকে তুমি আবার কোনো ঘরে
লাঞ্চিত হবে প্রিয় পুরুষের হাথে,
ধর্ষিতা তুমি বেওয়ারিশ রাজপথে
পণ্যের মতো বিকোবে মধ্য রাতে।
- কবিশুভ্র
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন