বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

আমার থেকে বেশ খানিকটা আমি


ইচ্ছে ছিল তোকে, অনেক কথা বলি 
এই যে বৃষ্টি মেঘের দিন গুলি। 
না চাইতেও পাল্টে যাবে মন 
সুতোয় বাঁধা বাধ্য সময় এখন। 

বদলে যাবে জড়িয়ে ওঠা লতা 
মহীরুহ নিজেই এখন সে, 
আকাশ ছুঁয়ে ঘন সবুজ মাথা 
মন ভালোদের আসর বসেছে।

এই যে এখন দারুন ভালো লাগা 
তার মধ্যেও মন খারাপের সুর। 
আমার থেকে বেশ খানিকটা আমি 
পেড়িয়ে পথ যাচ্ছে অনেক দূর। 

এই যাওয়াটা সূর্য সড়ক ধরে 
তার দুধারে ফুল বাগিচার সারি। 
যত্ন ভোরে সাজিয়ে রাখি পথ 
ফিরে আসাও খুব বেশি দরকারি। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন