সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯

অন্য জীবন

এপাশে দঁড়িয়ে ওপাশে একটা জীবন দেখছি চলছে, 
পর্দায় ভেসে আলো আঁধারিতে শব্দরা কথা বলছে।
ভাঙা টালি ছাদ, রোদ্দুর বড়ি, বিছানো বালিশ কাঁথা, 
গল্প দালান, আজানের গান, পোরো  দেয়ালেতে গাঁথা। 

একটা কাহিনী শেষটা পারিনি এখন ও তেমন বুঝতে,
চেয়ে থাকি তাই তোমাকে দোহাই, ফিরে এসো তাকে খুঁজতে।
ওপাশে জীবন চলছে দেখছি, আমিও ভাসছি পর্দায়, 
শেষ ট্রেন কারো মিস্ হয়ে গেলো ডানকুনি নাকি খর্দায়। 
  
যা কিছু এখন অন্য জীবন একদিন ছিল চেনা, 
হিসেবের খাতা মিলে গেছে তবু বেড়েই চলেছে দেনা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন