শুক্রবার, ২ জুন, ২০১৭

বৃষ্টির দিন



তোমায় পড়বে মনে 
বর্ষার দিন এলে,
আনমনে ফিরে তাকাবো 
স্মৃতির আঙ্গুল ছুঁয়ে ফেলে।

ভিজে রোদ্দুরে 
মন খারাপের মেঘগুলো 
হঠাৎ বৃষ্টি দিয়ে 
ধুইয়ে দিয়েছে জমা ধুলো। 

বহুদিন তোর সাথে আড়ি,
ভুলে গেছি কোন পথে 
ছিল তোমাদের মেঘ বাড়ি। 

বাড়ির ভেতরে ছিলো 
আরো এক লুকোচুরি ঘর 
লোকানো রাজকন্যে 
আর পাহারায় রাজ্ অনুচর।

সোনার পালঙ্কে ঘুম, 
মেঘ জমে ঘুমের ভেতরে 
দুফোঁটা হীরক অশ্রু 
নিয়ে গেলো সিঁথিকাটা চোরে।

সেদিন ও আকাশে ছিল 
দানবীয় বর্ষার মেঘ 
ধুয়ে গেলো ধূলোকনা, 
ধুয়ে গেলো দুরন্ত আবেগ।

আবার বৃষ্টি ভেজা দিনে, 
তোমার কাছেই যাবো 
মেঘবাড়ি রামধনু চিনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন