সোমবার, ২১ আগস্ট, ২০১৭

প্রলাপ



জানালায় বিষন্ন হাওয়া
রঙিন রাংতায় আধ খাওয়া
চকোলেট অতি গোপনীয়
আবার নিজের করে নিয়ো,
পরিচিত ছেঁড়া লাল খাম
খানিকটা বেহিসাবি দাম
আজও আছে শব্দের ভিড়ে
থারমমিটার-এর পারা ওঠে,
জ্বর শুধু আরক্ত ঠোঁটে,
উজ্জ্বল সূর্য গোলোক
আকা থাক তোমার শরিরে

এবার শরীর পুড়িয়ে
উত্তপ্ত জ্বরের মত এসো,
স্মৃতি ধুলো দুহাতে কুড়িয়ে,
প্রলাপ প্রহরে ভালবেসো
যেখানে কল্পতরুর ঝাড়,
আগাছার মত পড়ে থাকে
যেখানে সূর্যের কণা,
ভরে রাখে নদীর দু ধার,
সেই খানে এস একবার
গড়ল আর অমৃত মিশিয়ে

হাত রাখো হৃদয়ে আমার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন