হয়ত তোমার জন্য আমার দুঃখ রাতের গান
হয়ত তোমার জন্য আমার ষোলো-আনা অভীমান
একলা আকাশ ঈর্ষায় নীল
শব্দ খুঁজছে শব্দের মিল
মন খারাপের বিষাদ মিছিল
চোরা স্রোত পিছুটান,
দুঃখ রাতের গান।
তোমার জন্য চোরা পকেটে ভাঁজ করা অভিমান।
দুপুর বেলার চিলে কোঠা ছাদ
জোৎস্না চাদর পূর্ণিমা রাত
মুখে লেগে থাকা বিষাদের স্বাদ
কান্না ধোয়ানো স্নান,
দুঃখ রাতের গান।
তোমার জন্য রাত্রি দুপুর একটানা অভিমান।
না বলা কথায় গল্পের ভিড়
দুচোখের পাতা স্বপ্ন নিবিড়
অনুভবে ছোঁয়া অচেনা শরীর
মনগড়া অপমান,
দুঃখ রাতের গান।
তোমার জন্য ভাসিয়ে দিলাম অযাচিত অভিমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন