সুতিখ্ন চোখ খিপ্র দুবাহু
দ্রুততম দুই পা।
কাক ভোর থেকে সন্ধ্যে পেরিয়ে
ক্লান্তি জড়ায় গা।
ছোটো ছেলেটার বাপ নেই
আর মা-টা মরে গেছে কবে,
ঝড় জল রোদে বাঁচার তাগিদ
হৃদয়ের অনুভবে।
প্রতিদিন ই তার যুদ্ধের দিন
পিঠে লুট নিয়ে ছোটা।
বোঝার ভেতরে সঞ্চিত ধন
রক্তের ছিটে ফোঁটা।
কথাও কুড়ানো পুরানো রেডিও
ভেঙে যাওয়া মুঠো ফোন।
পুরানো টিভি বা কম্পিউটার
পেলে নেচে ওঠে মোন।
কেড়ে কুড়ে আর কুড়িয়ে এনেছে
ফেলে দেওয়া ভাঙা মাল।
এসব বেঁচেই জীবন বাঁচাবে
দুমুঠো চাল অর ডাল।
পুরানো বিকল কুড়ানো যন্ত্রে
লুকানো মারন বীষ।
সেই বীষ তিলে শুষে নিয়ে প্রান
ফ্যালে লাশ বেওয়ারিশ্।
juddher din asto geleo, hoy na lorai ses
উত্তরমুছুনbeoarish lash pore thake, sudhu thake na praner lesh.....
Pran jay jak lorai choluk protidin ektana
মুছুনBhitore baire judhdho lolup mrityur poroyana.
অসাধারণ
উত্তরমুছুনonek dhyonyobad
উত্তরমুছুনbaki golo poro ar bhalo lagle bondhuder sathe share koro
উত্তরমুছুন