বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

মুহূর্তের সুর

এই এসেছিলাম 
এই চলে যাবো 
মুহূর্তে সুর তুলে 
হাওয়ায় হারাবো। 

থাকবে না চাওয়া পাওয়া 
মান অভিমান 
জানি তবু রয়ে যাবে 
আমার এ গান। 

তোমাদের ভালোবাসা 
বাড়ে বাড়ে কাছে আসা 
সুর খুঁজছে ভাষা 
গভীর সে টান। 
জানি তবু রয়ে যাবে 
আমার এ গান। 

হৃদয় হারিয়ে যায় 
সময় এ বিলীন 
তবু সব চুপ কথা 
থাকে চির দিন। 

ভাষা খোঁজে সাথ সুর 
অনুভূতি ভরপুর 
পায়ে পায়ে বহুদূর 
চলা অফুরান। 
জানি তবু রয়ে যাবে 
আমার এ গান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন