সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

বাংলা গান- lyrics

আমার গানের শব্দ সুর 
হালকা হাওয়ায় শীত দুপুর 
বেলা বোস কি তুললো ফোন 
নীলাঞ্জনাই কাড়লো মন 
গিটার জুড়ে প্রাণের টান 
সবার গলায় বাংলা গান। 

গেয়ে উঠুন বাংলা গান 
গলা ছেড়ে বাংলা গান 

মনের ভেতর আর এক মন
খুঁজছি তাকে সারাক্ষন 
জানলা দিয়ে টুকরো সুর 
ভাসিয়ে নিলো অনেক দূর 
গিটার জুড়ে প্রাণের টান 
সবার গলায় বাংলা গান। 

গেয়ে উঠুন বাংলা গান 
গলা ছেড়ে বাংলা গান 

বদলে যাচ্ছে মানুষ জন 
বিশ্বায়নে ব্যস্ত মন 
লুকিয়ে রাখা চুপ কথা 
নকশিকাঁথার রূপকথা 
গিটার জুড়ে প্রাণের টান 


সবার গলায় বাংলা গান। 

গেয়ে উঠুন বাংলা গান 
গলা ছেড়ে বাংলা গান 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন