বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

গভীর-এ যাও

 গভীর আরো গভীর-এ যাও 
তোমার কাছে শান্তি পাবো 
গভীর তুমি দু হাত বাড়াও 
তোমার কাছে সব হারাবো 

অসীম তার শূন্যতাকে 
গোপন করে জাপ্টে থাকে 
ব্যস্ত জীবন কাজের ফাঁকে 
আবার তোমার কাছেই যাবো 
তোমার কাছে শান্তি পাবো 

আলোকবর্ষ দূরের ছবি 
বিবর্তনে ঘুরছে সময় 
চক্র পাঁকে আটকে জীবন 
হিসেবে ভুল আমার ও হয় 

গভীর তুমি মহাকালে 
অসাবধানে কি হারালে 
দুঃসময়ে পা বাড়ালে ও 
তোমার পাশে ফের দাঁড়াবো 
তোমার কাছেই শান্তি পাবো। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন