তেমন করে বাঙালি হওয়া হয়না এখন আর
বিশ্বায়নে বঙ্গ জীবন নেহাত ই জেরবার।
বেশ খানিকটা জগাখিচুড়ি মননে আর মনে
বর্ষ শেষের শেয়ার্ড মেসেজ সবার মোবাইল ফোন এ।
কলার টিউন এ কবিগুরু পরনে পাঞ্জাবি
কৃষ্টি তবু খোলা জলে খেয়ে যাচ্ছে খাবি।
থাক না এ সব বাজে কথা পয়লা বৈশাখে
হৃদয় জোড়া বাঙালিয়ানা সঙ্গে যেন থাকে।
-কবিশুভ্র