সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯

শুভ নববর্ষ

তেমন করে বাঙালি হওয়া হয়না এখন আর 
বিশ্বায়নে বঙ্গ জীবন নেহাত ই জেরবার। 

বেশ খানিকটা জগাখিচুড়ি মননে আর মনে 
বর্ষ শেষের শেয়ার্ড মেসেজ সবার মোবাইল ফোন এ। 

কলার টিউন এ কবিগুরু পরনে পাঞ্জাবি 
কৃষ্টি তবু খোলা জলে খেয়ে যাচ্ছে খাবি। 

থাক না এ সব বাজে কথা পয়লা বৈশাখে 
হৃদয় জোড়া বাঙালিয়ানা সঙ্গে যেন থাকে।

-কবিশুভ্র 

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

গভীর-এ যাও

 গভীর আরো গভীর-এ যাও 
তোমার কাছে শান্তি পাবো 
গভীর তুমি দু হাত বাড়াও 
তোমার কাছে সব হারাবো 

অসীম তার শূন্যতাকে 
গোপন করে জাপ্টে থাকে 
ব্যস্ত জীবন কাজের ফাঁকে 
আবার তোমার কাছেই যাবো 
তোমার কাছে শান্তি পাবো 

আলোকবর্ষ দূরের ছবি 
বিবর্তনে ঘুরছে সময় 
চক্র পাঁকে আটকে জীবন 
হিসেবে ভুল আমার ও হয় 

গভীর তুমি মহাকালে 
অসাবধানে কি হারালে 
দুঃসময়ে পা বাড়ালে ও 
তোমার পাশে ফের দাঁড়াবো 
তোমার কাছেই শান্তি পাবো। 

সোমবার, ১১ মার্চ, ২০১৯

उदास रात का गीत


शायद मेरा आंसू भरा दुख तुम्हारे लिए 
शायद मेरी उदास रात का गीत तुम्हारे लिए 

ख़ामोश आसमा दर्द से नीला हुआ 
गूंगे  शब्दों शब्दों से मिला हुआ 
दिल में तकलीफ की रैली निकला हुआ 
अधूरी कहानी छुपाये रख्खा तुम्हारे लिए 
शायद मेरी उदास रात का गीत तुम्हारे लिए 

भूले गम का स्वाद लिए मैं चलता रहा 
पूनम की रात में अकेला मैं जलता रहा 
अँधेरी छत पर यादे छुपाये बैठा रहा 
बेवफा आंसू मे नहलाया तुम्हारे लिए 
शायद मेरी उदास रात का गीत तुम्हारे लिए 

अनकही शब्दों मे एक कहानी छुपि थी  
अनजाने आँसू मे एक परेशानी डूबी थी 
एक उम्मीद फिर भी दिल मे रुकी थी
पर कोशिश न कर पाया खुद अपने लिए 
शायद मेरी उदास रात का गीत तुम्हारे लिय 

বুধবার, ৬ মার্চ, ২০১৯

পূলণ সরকারের প্রতি

একটা মানুষ হেটে যাচ্ছে 
মুঠোয় ভরা আলো, 
একটা বিশাল অন্ধকার 
সামনে নিরেট কালো। 

আলোর ফুলকি সাজিয়ে রাখছে 
অন্ধকারের গায়, 
একটা মানুষ হেটে যাচ্ছে 
বিরাম বিহীন পায়ে। 

একটা মানুষ পথ হাটছে 
কাঁধে বইয়ের বোঝা, 
এই চলাটা অন্তবিহীন 
এই চলাটাই খোঁজা। 

খুঁজজে সে আলোর বিন্দু 
আগুন খোঁজা মন,
লক্ষ রাতের অন্ধকার 
কাটতে কতক্ষন। 

তিরিশ বছর নিরবধি 
জ্ঞানের আগুন জ্বালা, 
এগিয়ে যাচ্ছে আলোর দেশে 
আলোর ফেরিওয়ালা। 

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯

মাথার ভেতর অন্য মেয়ে


এখন তোকে কি করে বোঝাই বল 
নিরুদেশে আমার সঙ্গে চল 
মেঘ রোদ্দুর দেখাই কালচে ঝীল 
বৃষ্টির গান গাইছিলো গাংচীল। 

মাথার ভেতর মগজ ভরা ছবি 
সবার সাথে সবাই আছে বাঁধা, 
ছুঁয়ে দিলেই হুমড়ি খেয়ে পরে 
একেক গল্প একেক রকম ধাঁধা। 

কিন্তু সেই আলো আঁধারির মুখ
দেহের স্মৃতি মনের চেয়ে গাঢ়, 
চেষ্টা করে দেখোই না একবার 
আমায় যদি ভুলতে তুমি পারো। 

আমিই তবে চেষ্টা করে দেখি 
মনের মদ্ধে অলীক আর এক মেয়ে, 
(যদিও) খুঁজে নিতে অনায়াসেই পারি 
তোর মুখটাই খুঁজছি দু চোখ চেয়ে। 

বুঝবি না তুই কথা কিছুই, তোর সাথে আজ আড়ি,
তোমার দিকে পিঠ ফিরে শুই, সেটাই দরকারি,
মাথার ভেতর তুমিই অন্য নারী। 







সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯

অন্য জীবন

এপাশে দঁড়িয়ে ওপাশে একটা জীবন দেখছি চলছে, 
পর্দায় ভেসে আলো আঁধারিতে শব্দরা কথা বলছে।
ভাঙা টালি ছাদ, রোদ্দুর বড়ি, বিছানো বালিশ কাঁথা, 
গল্প দালান, আজানের গান, পোরো  দেয়ালেতে গাঁথা। 

একটা কাহিনী শেষটা পারিনি এখন ও তেমন বুঝতে,
চেয়ে থাকি তাই তোমাকে দোহাই, ফিরে এসো তাকে খুঁজতে।
ওপাশে জীবন চলছে দেখছি, আমিও ভাসছি পর্দায়, 
শেষ ট্রেন কারো মিস্ হয়ে গেলো ডানকুনি নাকি খর্দায়। 
  
যা কিছু এখন অন্য জীবন একদিন ছিল চেনা, 
হিসেবের খাতা মিলে গেছে তবু বেড়েই চলেছে দেনা। 

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

আমার শহর- Lyrics

আমার শহর বাঁচে হৃদয়ে আমার
যতবার দূরে যাই ফিরি ততবার
নলবন হাটু জলে
বইপাড়া কোলাহলে
দেওয়ালে দেওয়ালে সাঁটা
তোমার হৃদয়।

কল্লোলিনী তুমি তিলোত্তমা
সময় বদলে যাক তুমি যেয়ো না

কলকাতা  ভালো থেকো কলকাতা  
কলকাতা সুখে থেকো কলকাতা

ট্রামের তারে ঝোলা বর্ষার কাক
ময়দান মিছিলেতে  মানুষের ঝাঁক
চেনা পথ অলিগলি
আনমনে পথ চলি
হারানো গানের কলি
হৃদয়েতে থাক

কল্লোলিনী তুমি তিলোত্তমা
সময় বদলে যাক তুমি যেয়ো না

কলকাতা  ভালো থেকো কলকাতা  
কলকাতা সুখে থেকো কলকাতা 

সময় পেরিয়ে গেছে অনেক সময়
তবু তুমি একই আছো আজো মনে হয়
প্রগতির হাতছানি
আধুনিক হয়রানি
ছুঁতে পারেনি জানি
তোমার হৃদয়।

 কলকাতা  ভালো থেকো কলকাতা
কলকাতা সুখে থেকো কলকাতা