মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

কুড়ানিয়ালা


সুতিখ্ন চোখ খিপ্র দুবাহু
দ্রুততম দুই পা
কাক ভোর থেকে সন্ধ্যে পেরিয়ে
ক্লান্তি ড়ায় গা
ছোটো ছেলেটার বাপ নেই
আর মা-টা মরে গেছে কবে,
ঝড় জল রোদে বাঁচার তাগিদ
হৃদয়ের অনুভবে
প্রতিদিন তার যুদ্ধের দিন
পিঠে লুট নিয়ে ছোটা
বোঝার ভেতরে সঞ্চিত ধন
রক্তের ছিটে ফোঁটা
কথাও কুড়ানো পুরানো রেডিও
ভেঙে যাওয়া মুঠো ফোন
পুরানো টিভি বা কম্পিউটার
পেলে নেচে ওঠে মোন
কেড়ে কুড়ে আর কুড়িয়ে এনেছে
ফেলে দেওয়া ভাঙা মাল
এসব বেঁচেই জীবন বাঁচাবে
দুমুঠো চাল অর ডাল
পুরানো বিকল কুড়ানো যন্ত্রে
লুকানো মারন বীষ
সেই বীষ তিলে শুষে নিয়ে প্রান
ফ্যালে লাশ বেওয়ারিশ্

সোমবার, ২১ আগস্ট, ২০১৭

প্রলাপ



জানালায় বিষন্ন হাওয়া
রঙিন রাংতায় আধ খাওয়া
চকোলেট অতি গোপনীয়
আবার নিজের করে নিয়ো,
পরিচিত ছেঁড়া লাল খাম
খানিকটা বেহিসাবি দাম
আজও আছে শব্দের ভিড়ে
থারমমিটার-এর পারা ওঠে,
জ্বর শুধু আরক্ত ঠোঁটে,
উজ্জ্বল সূর্য গোলোক
আকা থাক তোমার শরিরে

এবার শরীর পুড়িয়ে
উত্তপ্ত জ্বরের মত এসো,
স্মৃতি ধুলো দুহাতে কুড়িয়ে,
প্রলাপ প্রহরে ভালবেসো
যেখানে কল্পতরুর ঝাড়,
আগাছার মত পড়ে থাকে
যেখানে সূর্যের কণা,
ভরে রাখে নদীর দু ধার,
সেই খানে এস একবার
গড়ল আর অমৃত মিশিয়ে

হাত রাখো হৃদয়ে আমার

শুক্রবার, ২ জুন, ২০১৭

বৃষ্টির দিন



তোমায় পড়বে মনে 
বর্ষার দিন এলে,
আনমনে ফিরে তাকাবো 
স্মৃতির আঙ্গুল ছুঁয়ে ফেলে।

ভিজে রোদ্দুরে 
মন খারাপের মেঘগুলো 
হঠাৎ বৃষ্টি দিয়ে 
ধুইয়ে দিয়েছে জমা ধুলো। 

বহুদিন তোর সাথে আড়ি,
ভুলে গেছি কোন পথে 
ছিল তোমাদের মেঘ বাড়ি। 

বাড়ির ভেতরে ছিলো 
আরো এক লুকোচুরি ঘর 
লোকানো রাজকন্যে 
আর পাহারায় রাজ্ অনুচর।

সোনার পালঙ্কে ঘুম, 
মেঘ জমে ঘুমের ভেতরে 
দুফোঁটা হীরক অশ্রু 
নিয়ে গেলো সিঁথিকাটা চোরে।

সেদিন ও আকাশে ছিল 
দানবীয় বর্ষার মেঘ 
ধুয়ে গেলো ধূলোকনা, 
ধুয়ে গেলো দুরন্ত আবেগ।

আবার বৃষ্টি ভেজা দিনে, 
তোমার কাছেই যাবো 
মেঘবাড়ি রামধনু চিনে।

শুক্রবার, ১৯ মে, ২০১৭

অর্ধেকটা গল্প



অর্ধেকটা গল্প
যখন অমল ছোটো ছিল
মা শোনাত গল্প তাকে,
এখন সে সব গল্প সকল
দুই মলাটে বন্দি থাকে।

 ছোট বেলায় গল্পগুলো
হাঁটতে যেত সকাল সন্ধ্যে,
তারই সাথে বেড়ে উঠত
মায়ের আদর আর মাটির গন্ধে।

অমল এখন মস্ত বড়
মস্ত বাড়ি মস্ত গাড়ি,
গল্পগুলোর সাথেই শুধু
একেবারে ছাড়াছাড়ি।
বেশ কিছুটা দূরত্ব আজ
হয়ে গেছে মায়ের সাথে
নিয়ম করে অফিস ফিরে
হয়না কথা প্রতিরাতে।

 মায়ের হঠা ভীষণ অসুখ
জানিয়ে গেলেন ডাক্তারেরা,
আর কোন উপায় ই নেই
ভগবানের ভর্সা ছাড়া।

অমল জানে ভর্সা হচ্ছে
লাট বন্ধী গল্পগুলো,
আনতে হবে তাদের এবার
উড়িয়ে দিয়ে জমা ধুলো।

অমল আবার পৌছে যাচ্ছে
ছোটবেলার মায়ের কাছে,
হারিয়ে যাওয়া গল্পগুলো
এখন ও ঠিক তেমনি আছে।

বয়েস বাড়লে বয়েস কমে
মা হয়েছেন ছোট্ট মেয়ে,
সন্ধ্যে হলে আশায় আশায়
সিঁড়ির পথে থাকেন চেয়ে।

অমল এলে গল্প বলবে
অর্ধেক টা হয়নি শোনা,
আগের আধা শেষ হলে
নতুন গল্প আধখানা।

জিওন কাঠি গল্প গুল
একটি জীবন বাঁচিয়ে রাখে
অমল এখন প্রতিরাতেই
গল্প শোনায় নিজের মাকে।


লোভের মৃত্যু


অমৃতের পুত্র


স্বর্গ পাখীর গান

                                                                                                                 pix @ soulsafar

পৃথিবীর শেষ দিনে

                                                                                                                                                                                               pix @ google

নারীদিবস

                                                                                 pix @ google


আজ তোমাকে মাথার ওপর রাখি 
কাল তোকে ঠিক নামিয়ে দেব পায়,
একটি দিন ই তোর জন্যে রাখি 
বাকি বছর মরবি মিথ্যে দায়ে।

আজকে দিলাম গোছায় ভরা ফুল 
দেখো কেমন সাজানো শপিং মল,
তোমার জন্যে ছাড় দিয়েছি দর এ
তোমার জন্যে লুকানো ফাঁদের কল। 

তোমার জন্যে ঢালাও বিজ্ঞাপন 
স্তুতিতে ভরাই সোশ্যাল মিডিয়া যত, 
আজকে তোমাকে সাজতেই হবে রানী 
মুছে দেব আজ আমারই দেওয়া সে ক্ষত। 

কাল থেকে তুমি আবার কোনো ঘরে 
লাঞ্চিত হবে প্রিয় পুরুষের হাথে, 
ধর্ষিতা তুমি বেওয়ারিশ রাজপথে 
পণ্যের মতো বিকোবে মধ্য রাতে।

- কবিশুভ্র 

ভাবনা



বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭

স্মৃতির ঠিকানায়

                                                                                         pix @ google

সেই নদীটার নাম

                                                                                      pix @ soulsafar

ভিক্ষা প্রেম

ভিক্ষা প্রেম 

সামনে সাজানো চেনা পথ
হাতছানি দেয় কানা গলি,
হয়েছি ব্যর্থ মনোরথ 
তোমাকে এড়িয়েই চলি। 

এ গলিতে সারা দিন ই রাত 
এ গলিতে তোমাদের বাড়ি 
অকারণে ছুঁয়ে ছিলে হাত 
আমি আজ বিপন্ন ভিখারি। 

ভিক্ষা পাত্রে প্রেম দিয়েছিলে ছুঁড়ে 
অনেক যত্নে দুহাতে তুলে নিলেম 
তোমার অন্ধ-গলি থেকে কিছু দূরে 
তোমায় এড়িয়ে বাঁচাই তোমার প্রেম। 

মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭