সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

বাংলা গান- lyrics

আমার গানের শব্দ সুর 
হালকা হাওয়ায় শীত দুপুর 
বেলা বোস কি তুললো ফোন 
নীলাঞ্জনাই কাড়লো মন 
গিটার জুড়ে প্রাণের টান 
সবার গলায় বাংলা গান। 

গেয়ে উঠুন বাংলা গান 
গলা ছেড়ে বাংলা গান 

মনের ভেতর আর এক মন
খুঁজছি তাকে সারাক্ষন 
জানলা দিয়ে টুকরো সুর 
ভাসিয়ে নিলো অনেক দূর 
গিটার জুড়ে প্রাণের টান 
সবার গলায় বাংলা গান। 

গেয়ে উঠুন বাংলা গান 
গলা ছেড়ে বাংলা গান 

বদলে যাচ্ছে মানুষ জন 
বিশ্বায়নে ব্যস্ত মন 
লুকিয়ে রাখা চুপ কথা 
নকশিকাঁথার রূপকথা 
গিটার জুড়ে প্রাণের টান 


সবার গলায় বাংলা গান। 

গেয়ে উঠুন বাংলা গান 
গলা ছেড়ে বাংলা গান 

বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

মুহূর্তের সুর

এই এসেছিলাম 
এই চলে যাবো 
মুহূর্তে সুর তুলে 
হাওয়ায় হারাবো। 

থাকবে না চাওয়া পাওয়া 
মান অভিমান 
জানি তবু রয়ে যাবে 
আমার এ গান। 

তোমাদের ভালোবাসা 
বাড়ে বাড়ে কাছে আসা 
সুর খুঁজছে ভাষা 
গভীর সে টান। 
জানি তবু রয়ে যাবে 
আমার এ গান। 

হৃদয় হারিয়ে যায় 
সময় এ বিলীন 
তবু সব চুপ কথা 
থাকে চির দিন। 

ভাষা খোঁজে সাথ সুর 
অনুভূতি ভরপুর 
পায়ে পায়ে বহুদূর 
চলা অফুরান। 
জানি তবু রয়ে যাবে 
আমার এ গান। 

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

সেই কথা বলাই হলোনা





অজানা ওড়ো চিঠি ভাজ করা খামে
আসেনা আর কারো অচেনা বেনামে।
এখন মুহূর্ত গুলো দারুন সেয়ানা,
সময় গেছে যা চলে আর ফিরবেনা।

জানালায় ফেলে রাখা বিকেলের রোদ 
ছাদ ঘরে চুপি সাড়ে অচেনা বিপদ,
ভুলে যাওয়া মুখ তবু লাগে চেনা চেনা
সময় গেছে যা চলে আর ফিরবেনা।

ফিরবেনা ছেলেটার ভীতু ভালোবাসা
সারাদিন উদাসীন লুকোনো হতাশা,
কালবৈশাখী মনে বৃষ্টির কণা 
সময় গেছে যা চলে আর ফিরবেনা।  

হৃদয়ের অলি-গলি কথার মিছিল
 খুঁজে পাওয়া অনুভবে শব্দের মিল,
কথা আছে তবু তাকে বলাই হবে না
সময় গেছে যা চলে আর ফিরবেনা।

বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

আমার থেকে বেশ খানিকটা আমি


ইচ্ছে ছিল তোকে, অনেক কথা বলি 
এই যে বৃষ্টি মেঘের দিন গুলি। 
না চাইতেও পাল্টে যাবে মন 
সুতোয় বাঁধা বাধ্য সময় এখন। 

বদলে যাবে জড়িয়ে ওঠা লতা 
মহীরুহ নিজেই এখন সে, 
আকাশ ছুঁয়ে ঘন সবুজ মাথা 
মন ভালোদের আসর বসেছে।

এই যে এখন দারুন ভালো লাগা 
তার মধ্যেও মন খারাপের সুর। 
আমার থেকে বেশ খানিকটা আমি 
পেড়িয়ে পথ যাচ্ছে অনেক দূর। 

এই যাওয়াটা সূর্য সড়ক ধরে 
তার দুধারে ফুল বাগিচার সারি। 
যত্ন ভোরে সাজিয়ে রাখি পথ 
ফিরে আসাও খুব বেশি দরকারি। 


মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

আমার শহর



আমার শহর বাঁচে হৃদয়ে আমার
যতবার দূরে যাই ফিরি ততবার
নলবন হাটু জলে
বইপাড়া কোলাহলে
সব পেয়েছির দলে
ফিরেছি আবার।
কল্লোলিনী তুমি তিলোত্তমা
সময় বদলে যাক তুমি যেয়ো না

এখন পেরিয়ে গেছে অনেক সময়
তবু তুমি একই আছো আজো মনে হয়
প্রগতির হাতছানি
আধুনিক হয়রানি
ছুঁতে পারেনি জানি
তোমার হৃদয়।
কল্লোলিনী তুমি তিলোত্তমা
সময় বদলে যাক তুমি যেয়ো না

ট্রামের তারে ঝোলা বর্ষার কাক
ময়দান মিছিলেতে  মানুষের ঝাঁক
চেনা পথ অলিগলি
আনমনে পথ চলি
হারানো গানের কলি
হৃদয়েতে থাক

কলকাতা  ভালো থেকো কলকাতা  
কলকাতা দেখা হবে কলকাতা 

সময়ের ক্যাপসুলে বন্দি সময়
বলা না বলা কথা আধো পরিচয়
হারানো চুলের কাঁটা
পিছু পিছু পথ হাটা
দেওয়ালে দেওয়ালে সাঁটা
তোমার হৃদয়।

 কলকাতা  ভালো থেকো কলকাতা
কলকাতা দেখা হবে কলকাতা
কল্লোলিনী তুমি তিলোত্তমা
পৃথিবী পালটে যাক তুমি যেয়ো না


সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

এক যে ছিল বিকেল

এক যে ছিল বিকেল
সোনালী বিকেল বেলা
হারিয়ে গেছে কোথায়
আমার ছোট্ট ছেলেবেলা।

ঘুড়ি ওড়ার বিকেল 
কানা মাছি খেলা  
হারিয়ে গেছে কোথায় 
সে যে ছোট্ট ছেলেবেলা। 

জানিনা জানিনা 
তুমি আসবে ফিরে কিনা?
 তোমার সাথে হবে দেখা 
একলা পথে একা একা 
হারিয়ে খুঁজি 
ফেলে আসা ছেলেবেলা।

মন খারাপের চিঠি ছিল
চোরা পকেটে
ভুলে যাওয়া ভালোবাসা
ছেঁড়া লকেট এ।

এক পা দু পা পথ পেরিয়ে
মিলতো ঠিকানা
আজকে এতো হেঁটে এসেও
সবে ই অজানা

দূরে চলে যায় যে সময়
আসে না ফিরে
বয়ে যাওয়া নদী ধারা
মেসে সাগরে।

হয়তো আজ ও কোথাও
তুমি খেলছো লুকোচুরি
আজ গোপনে
হারিয়ে খুঁজি
ছেলেবেলা।

এক যে ছিল বিকেল
সোনালী বিকেল বেলা
হারিয়ে গেছে কোথায়
আমার ছোট্ট ছেলেবেলা।









মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

দুঃখ রাতের গান

হয়ত তোমার জন্য আমার দুঃখ রাতের গান 
হয়ত তোমার জন্য আমার ষোলো-আনা অভীমান 

একলা আকাশ ঈর্ষায় নীল
শব্দ খুঁজছে শব্দের মিল 
মন খারাপের বিষাদ মিছিল 
চোরা স্রোত পিছুটান,

দুঃখ রাতের গান। 
তোমার জন্য চোরা পকেটে ভাঁজ করা অভিমান।   



দুপুর বেলার চিলে কোঠা ছাদ 
জোৎস্না চাদর পূর্ণিমা রাত 
মুখে লেগে থাকা বিষাদের স্বাদ 
কান্না ধোয়ানো স্নান, 

দুঃখ রাতের গান। 
তোমার জন্য রাত্রি দুপুর একটানা অভিমান।   



না বলা কথায় গল্পের ভিড় 
দুচোখের পাতা স্বপ্ন নিবিড় 
অনুভবে ছোঁয়া অচেনা শরীর 
মনগড়া অপমান, 

দুঃখ রাতের গান। 
তোমার জন্য ভাসিয়ে দিলাম অযাচিত অভিমান।