শনিবার, ১৩ জুন, ২০২০
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
শব্দ ও আলো
বিশ্ব জুড়ে মহামারী
ঘোর কলিকাল,
বিশ্ব শক্তি একযোগে
তারাও নাকাল।
এমন সময় রাজা
স্বপ্নে পান পথ,
কি করে কোরোনা হবে
ব্যর্থ মনোরথ।
সৃষ্টির আদিতে শব্দ
শব্দ ব্রহ্মময়,
কাসর ঘন্টা শঙ্খনাদে
করোনা বিজয়,
তারপর আলোর জন্ম
আলো ই জীবন,
অন্ধকারে মোমবাতি
দৃষ্টিনন্দন।
প্রতি গৃহে প্রদীপ শিখা
চৈত্রে দীপাবলি,
অনন্য উপায়ে হবে
কোরোনার বলী.
এভাবে ২১ দিনে
আসবে বিজয়,
মহাজ্ঞানী মহারাজা
দেন বরাভয়।
মন দিয়ে করো সবে
রাজ্ আজ্ঞা পালন,
বিশ্বাসে মেলায় বস্তু
প্রশ্ন অকারণ।
ভক্তরা এমন ই বাণী
শোনাবেন সবে,
অবিশ্বাসী ভয়ে ভাবে
কি জানি কি হবে।
শোনো ওগো দেশবাসী
কহে শুভ্রকবি
নিজেকে বাঁচাও নিজে
না হলেই ছবি।
- শুভ্র
kemon acho lyrics
কেমন আছো
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি ভালো আছো
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি বদলে গেছো
নাকি এক ই আছো
খুব জানতে ইচ্ছে করে
বাক্সে বন্দি জীবন
আর ব্যস্ত এ সময়
শুন্য কফির কাপ
আরো শুন্য মনে হয়
পরবাসে একলা মন
তোমার স্তব্ধ টেলিফোন
জানতে চাইছি অকারণ
তুমি কি ভালো আছো
খুব জানতে ইচ্ছে করে
আমার বিষাদ ভরা ঘর
আমার ব্যস্ত অবসর
বোলো এতো বছর পর
তুমি কেমন আছো
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি ভালো আছো
খুব জানতে ইচ্ছে করে
সময়ের ক্যানভাস এ
তোমার জলে ভেজা চোখ
অবুঝ মন চাইছে
আর একবার কথা হোক
তুমি ছাড়া এ সময়
ঠিক ভালো থাকার নয়
তাই জানতে ইচ্ছে হয়
তুমি কেমন আছো
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি ভালো আছো
খুব জানতে ইচ্ছে করে।
adda lyrics
ছুঁয়ে দেখি টুকরো বায়োস্কোপ
প্রাণ খুলে আবার গল্প হোক
কিরে তুই কেমন আছিস তাই বল
সারা রাত আবার আড্ডা হবে চল
পুরোনো দুঃখগুলো আজ সুখ
তাই আমি ভুলতে পারিনি তোর মুখ
দেখা হলো আবার সেই রাস্তায়
ফিরে যাই ফেলে আসা ঠিকানায়
বৃষ্টিতে ধুয়ে যায় নোনা জল
সারা রাত আবার আড্ডা দেব চল
তুই ছাড়া কাটতো না সারাদিন
এক রাশ অন্তহীন কথা ঝড়
ভুল বুঝে পেরিয়ে গেছি প্রান্তর
আজ ফের মনের কথা খুলে বল
সারা রাত আবার আড্ডা হবে চল
চলো যাই (lyrics)
চলো যাই , কত দূরে যেতে হবে বলো
হারাই, নিরুদ্দেশে নিয়ে চলো
শুধু একবার বোলো একবার
যায় ভেসে যাক ঘরবার
দেখি এইবার চোখ বুজে ফেলো
একি, তোকে দেখে কথারা হারালো
চলো এইবার অন্য ঠিকানা
বলো তুমি কি কিছুই বোঝনা
শুধু একবার বোলো একবার
যায় ভেসে যাক ঘরবার
দেখো মেঘেদের আড্ডা আকাশে
আজ বৃষ্টি আসবে পরবাসে
তাই ভুল পথে হেটে যাওয়া যাক
থাক পুরোনো হিসাব পরে থাক
শুধু একবার বোলো একবার
যায় ভেসে যাক ঘরবার
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)