শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

adda lyrics

ছুঁয়ে দেখি টুকরো বায়োস্কোপ 
প্রাণ খুলে আবার গল্প হোক 
কিরে তুই কেমন আছিস তাই বল 
সারা রাত আবার আড্ডা হবে চল 

পুরোনো দুঃখগুলো আজ সুখ 
তাই আমি ভুলতে পারিনি তোর মুখ 
দেখা হলো আবার সেই রাস্তায় 
ফিরে যাই ফেলে আসা ঠিকানায় 
বৃষ্টিতে ধুয়ে যায় নোনা জল 
সারা রাত আবার আড্ডা দেব চল 

                                                        বেহিসেবি স্বপ্নে ভেজা ক্যান্টিন
তুই ছাড়া কাটতো না সারাদিন 
এক রাশ অন্তহীন কথা ঝড় 
ভুল বুঝে পেরিয়ে গেছি প্রান্তর 
আজ ফের মনের কথা খুলে বল 
সারা রাত আবার আড্ডা হবে চল 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন