শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

চলো যাই (lyrics)

চলো যাই , কত দূরে যেতে হবে বলো 
হারাই, নিরুদ্দেশে নিয়ে চলো 
শুধু একবার বোলো একবার 
যায় ভেসে যাক ঘরবার 

দেখি এইবার চোখ বুজে ফেলো 
একি, তোকে দেখে কথারা  হারালো 
চলো এইবার অন্য ঠিকানা 
বলো তুমি কি কিছুই  বোঝনা 

শুধু একবার বোলো একবার 
যায় ভেসে যাক ঘরবার 

দেখো মেঘেদের আড্ডা আকাশে 
আজ বৃষ্টি আসবে পরবাসে
তাই ভুল পথে হেটে যাওয়া যাক 
থাক পুরোনো হিসাব পরে থাক 

শুধু একবার বোলো একবার 
যায় ভেসে যাক ঘরবার 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন