কেমন আছো
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি ভালো আছো
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি বদলে গেছো
নাকি এক ই আছো
খুব জানতে ইচ্ছে করে
বাক্সে বন্দি জীবন
আর ব্যস্ত এ সময়
শুন্য কফির কাপ
আরো শুন্য মনে হয়
পরবাসে একলা মন
তোমার স্তব্ধ টেলিফোন
জানতে চাইছি অকারণ
তুমি কি ভালো আছো
খুব জানতে ইচ্ছে করে
আমার বিষাদ ভরা ঘর
আমার ব্যস্ত অবসর
বোলো এতো বছর পর
তুমি কেমন আছো
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি ভালো আছো
খুব জানতে ইচ্ছে করে
সময়ের ক্যানভাস এ
তোমার জলে ভেজা চোখ
অবুঝ মন চাইছে
আর একবার কথা হোক
তুমি ছাড়া এ সময়
ঠিক ভালো থাকার নয়
তাই জানতে ইচ্ছে হয়
তুমি কেমন আছো
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি ভালো আছো
খুব জানতে ইচ্ছে করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন