বিশ্ব জুড়ে মহামারী
ঘোর কলিকাল,
বিশ্ব শক্তি একযোগে
তারাও নাকাল।
এমন সময় রাজা
স্বপ্নে পান পথ,
কি করে কোরোনা হবে
ব্যর্থ মনোরথ।
সৃষ্টির আদিতে শব্দ
শব্দ ব্রহ্মময়,
কাসর ঘন্টা শঙ্খনাদে
করোনা বিজয়,
তারপর আলোর জন্ম
আলো ই জীবন,
অন্ধকারে মোমবাতি
দৃষ্টিনন্দন।
প্রতি গৃহে প্রদীপ শিখা
চৈত্রে দীপাবলি,
অনন্য উপায়ে হবে
কোরোনার বলী.
এভাবে ২১ দিনে
আসবে বিজয়,
মহাজ্ঞানী মহারাজা
দেন বরাভয়।
মন দিয়ে করো সবে
রাজ্ আজ্ঞা পালন,
বিশ্বাসে মেলায় বস্তু
প্রশ্ন অকারণ।
ভক্তরা এমন ই বাণী
শোনাবেন সবে,
অবিশ্বাসী ভয়ে ভাবে
কি জানি কি হবে।
শোনো ওগো দেশবাসী
কহে শুভ্রকবি
নিজেকে বাঁচাও নিজে
না হলেই ছবি।
- শুভ্র
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন